বিনোদন

Miss Universe 2025: প্রতীক্ষার অবসান! বিশ্ব সুন্দরীর মুকুট ছিনিয়ে নিলেন মেক্সিকোর ফাতিমা বোশ

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপের স্থান দখল করেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রতিযোগী বীনা প্রবীণার সিং।

Truth of Bengal: প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত ফল। থাইল্যান্ডে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ইভেন্টে বিশ্বজুড়ে একশোরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে এ বছরের মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বোশ। তাঁর আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, বক্তব্য পেশের দক্ষতা এবং সময়োপযোগী সামাজিক বার্তা তুলে ধরার ক্ষমতা বিচারকদের মুগ্ধ করেছে। এই প্রতিযোগিতায় প্রথম রানার আপের স্থান দখল করেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রতিযোগী বীনা প্রবীণার সিং। দ্বিতীয় রানার আপের মুকুট ওঠে ভেনেজুয়েলার স্টেফেনি আবাসালি-র মাথায়। আর তৃতীয় রানার আপের স্থান অর্জন করেন ফিলিপাইনের মা আহতিসা মানালো। এই চারজন শীর্ষ প্রতিযোগী তাঁদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শক ও বিচারকদের নজর কাড়েন।

ভারতে প্রতিনিধিত্ব করেছিলেন মনিকা বিশ্বকর্মা, এবং বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিথিলা। দু’জনেরই আত্মবিশ্বাসী পারফরম্যান্স আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁরা কেউই সেরা ১২-এর তালিকায় জায়গা করে নিতে পারেননি। তবুও তাঁদের মঞ্চে উপস্থিতি এবং বক্তব্য যথেষ্ট আলোচনা তৈরি করেছে। এ বছর বিচারক প্যানেলে ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, যিনি বিভিন্ন পর্বে প্রতিযোগীদের মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এবারের প্রতিযোগিতায় চিলি, কিউবা, কলম্বিয়া, গুআদেলুপ, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা, কোট ডি’আইভোয়ার সহ বহু দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রসঙ্গত, গত বছর এই খেতাব জিতেছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কের থেলভিগ। যদিও এবার ডেনমার্ক অংশ নিলেও মুকুট জয় করতে পারেনি। ভারত মুকুট জিততে না পারলেও মনিকার পারফরম্যান্স নজর কেড়েছে, এবং দেশের মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনুপ্রাণিত করছেন।

Related Articles