
The Truth of Bengal: ইদে মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা-র মির্জা । আর এই সিনেমায় অভিনেতার পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন অঙ্কুশ । ইতিমধ্যেই এই সিনেমাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ।ইতিমধ্যেই মুক্তি পেল ট্রেলার,জমজমাট অ্যাকশন, ভরপুর রোমান্স- ‘মির্জা’র ট্রেলার। বড় চমক দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবির ট্রেলারে একদিকে যেমন রোমান্সের মুডে দেখা গেল তাঁদের পাশাপাশি জমাটি অ্যাকশনে সকলকে চমকে দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সুলতানের ভূমিকায় বিশেষ নজর কাড়লেন অভিনেতা ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই হয়- জমাটি এই ডায়লগে অ্যাকশন মুডে মাত করলেন অঙ্কুশ।