বিনোদন

Kriti Sanon: দিল্লির বায়ুদূষণের বিরুদ্ধে সরব কৃতী, জানালেন শুটিংয়ে পিছিয়ে যাওয়ার কারণ!

সাংবাদিক সম্মেলনে এই গুরুতর বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে কৃতী স্যানন বলেন, "যদি সময় থাকতেই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে।

Truth of Bengal: ভারতের রাজধানী দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কৃতী স্যানন। সম্প্রতি তাঁর আগামী ছবি ‘তেরে ইশক মে’-এর সাংবাদিক সম্মেলনে ছবি সংক্রান্ত আলোচনার পাশাপাশি কৃতী তুলে ধরেন রাজধানীর ভয়াবহ বায়ুদূষণের প্রসঙ্গ। দিল্লির বায়ুর গুণমান সূচক (AQI) এখন প্রায় ৪৩০-এ পৌঁছেছে, যা চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট সকলের কপালে। সেই তালিকায় রয়েছেন দিল্লির ভূমিকন্যা কৃতীও। সাংবাদিক সম্মেলনে এই গুরুতর বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে কৃতী স্যানন বলেন, “যদি সময় থাকতেই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। আমাদের সকলের দায়িত্ব এটা দেখা। এই গুরুতর বিষয়ে দৃকপাত করার সময় এসে গিয়েছে। এখনই পদক্ষেপ না করলে আগামীতে এই পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে।” একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর এই উদ্বেগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ (Kriti Sanon)।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর এই বাড়তে থাকা দূষণের কারণে কৃতীর ব্যক্তিগত কাজেরও ক্ষতি হয়েছে। শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানার সঙ্গে কৃতীর আসন্ন ছবি ‘ককটেল ২’-এর শুটিং দিল্লিতে হওয়ার কথা ছিল, যা দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে পিছিয়ে দিতে হয়েছে। এর পাশাপাশি দিল্লি বিস্ফোরণের মতো ঘটনাও সামগ্রিকভাবে পরিবেশকে প্রভাবিত করেছে।

অন্যদিকে, কৃতী স্যাননকে খুব শীঘ্রই দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা ধনুষ। পরিচালক জানিয়েছেন, এই ছবিটি নাকি তাঁর জনপ্রিয় ছবি ‘রাঞ্ঝনা’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল হতে চলেছে। ছবিটি হিন্দি ও তামিল দুই ভাষাতেই মুক্তি পাবে (Kriti Sanon)।

Related Articles