বিনোদন
পোস্টারে শিবুর কপালে স্নেহের চুমু, কবে আসছে ‘আমার বস’ ?
Kiss of affection on Shibu's forehead in the poster, when is 'Amar Boss' coming?

The Truth Of Bengal : চলতি বছর প্রথমেই কলকাতায় শ্যুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার। ছবির নাম ‘আমার বস’। এবার প্রকাশ্যে এল সেই ছবির মোশন পোস্টার। এই ছবির হাত ধরে দীর্ঘ একুশ বছর বাদে, টলিউডে কামব্যাক করলেন অভিনেত্রী রাখি গুলজার। কবে আসছে ‘আমার বস’? সোমবার সকালে ছবির মোশন পোস্টার শেয়ার করে সেই আপডেট দিল ছবির প্রযোজক সংস্থা।
আগামি জুনে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত পারিবারিক বাংলা ছবি আমার বস। রাখি গুলজার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার ছবির মোশন পোস্টারে দেখা গেল শিবপ্রসাদের কপালে স্নেহের চুম্বন দিতে রাখিকে। আগামী ২১ জুন প্রায় ২১ বছর বাদে বড়পর্দায় দেখা যাবে ‘আমার বস’-রাখির দাপট।