বিনোদন

ইডেন গ্যালারিতে সিগারেটের সুখটানে বাদশাহ, তারকা বলেই কি ছাড়?

King of cigarettes in the Eden Gallery, what is the discount for being a star?

The Truth Of Bengal: কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে আসছেন শাহরুখ, সে খবর আগেই ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সেখানে এসেই নয়া বিতর্কে জড়িয়ে পড়েন বাদশাহ। শনিবার শাহরুখ খান যখন ইডেনে ক্লাব হাউসের গ্যালারিতে বসে খেলা দেখছিলেন, সেই সময় তাকে ধূমপান করতে দেখা যায়। যে কারণেই তৈরি হয়েছে তাকে ঘিরে এই নয়া বিতর্ক। প্রশ্ন উঠছে ইডেনের নিরাপত্তা নিয়ে।

শনিবার নেতাজী সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে সরাসরি ইডেন গার্ডেন্স’এ পৌঁছে যান বলিউডের বাদশাহ। তার পরনে ছিল অফ হোয়াইট রঙের টি-শার্ট ও জিন্স সঙ্গে তার চোখে ছিল সানগ্লাস। তাকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চরমে, যা খেলার আমেজকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। তবে ম্যাচ চলাকালীন কিং খানের এমন আচরণ দেখে হতবাক সকলকেই। তাকে ঘিরে চলছে নানান সমালোচনা। তাকে কখনও কফি তৈরি করতে এবং কখনও অন্যান্য দর্শকদের সঙ্গে হাত নেড়ে ধন্যবাদ জানাতেও দেখা গিয়েছে সেইদিন। তবে এখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু বিতর্ক তখনই শুরু হয়, যখন তাকে হাতে সিগারেট নিয়ে দেখা যায় ওই বিশেষ গ্যালারিতে। প্রশ্ন উঠছে ইডেনে কড়া নিরাপত্তার জন্য নেশার দ্রব্য, লাইটার, কোনও প্রকার দাহ্য পদার্থ, জলের বোতল-নিয়ে অনুমতির প্রবেশ না থাকলেও কিভাবে অনুমতি পেলেন তিনি? তারকা বলেই কি এই ছাড় পেলেন কেকেআর কর্ণধার শাহরুখ?

তবে ম্যাচ চলাকালীন এই প্রথমবার কেউ ধূমপান করছেন এমনটা নয়। অতীতেও এরকম বহু ঘটনা ঘটেছে। সেন ওয়ার্ন এর মতো কিংবদন্তি ক্রিকেটারকেও মাঠে ধূমপান করতে দেখা গিয়েছে।
তাছাড়াও শুধুমাত্র দলের কর্ণধার শাহরুখ’কে নিয়েই নয়, সেইদিন দলের তরুণ বোলার হর্ষিত রানার বিরুদ্ধেও মাঠে অসংযত আচরণ করবার অভিযোগ উঠেছে। রানাকে যার কারণবশত শাস্তিও পেতে হয় সেইদিন।

Related Articles