বিনোদন

ফের ডন অবতারে ফিরছেন কিং খান,ছবির নাম কি?

King Khan is returning to Don Avatar again, what is the name of the film

The Truth of Bengla: ফারহান আখতারের “ডন” থেকে বাদ পড়লেও সেই ডন অবতারেই ফের বড়পর্দায় আসছেন কিং খান।”কিং” শিরোনামের একটি অ্যাকশন-প্যাকড থ্রিলার নিয়ে শীঘ্রই, মেয়ে সুহানাকে নিয়ে বিগস্ক্রিনে ফিরতে চলেছেন শাহরুখ খান। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। ছবির প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ। সূত্রের খবর, এই ছবিতে একজন “ডন”-এর ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ।

মুম্বই সংবাদসংস্থার কাছে শাহরুখ জানিয়েছিলেন “কিং” হল তাঁর ড্রিম প্রজেক্ট। সিদ্ধার্থ এবং সুজয় নিপুণভাবে এই ছবিতে কিং খানের চরিত্রটিকে বুনেছেন পরিচালক সুজয় ঘোষ। ছবিতে গ্রে শেডের চরিত্রে পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা। ‘দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড… আন্ডারওয়ার্ল্ড’-এর প্লটের পরিপ্রেক্ষিতে তৈরি হবে “কিং” ছবিটি।

 

Related Articles