বিনোদন

KIFF-এর নতুন চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ নতুন দায়িত্ব পেলেন টলিউডের বুম্বাদাও

KIFF's new chairman director Gautam Ghosh gets new responsibilities Tollywood's Bumbada too

The Truth Of Bengal: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত বছরই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবারের চলচিত্র উৎসবে আরও জমকালো আয়োজন হবে। তবে এবার আর চেয়ারপার্সন পদে থাকছেন না পরিচালক রাজ চক্রবর্তী। একথা কয়েকদিন আগেই জানিয়েছেন তিনি। গত বছরই পদ ছাড়ার জন্য আবেদন জানান তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর এই আবেদন মঞ্জুর করেননি। তবে এবার তাঁর আবেদন মঞ্জুর হয়েছে।

রাজ চক্রবর্তী পদ ছাড়তেই গুঞ্জন শোনা যায় তাঁর পরিবর্তে চেয়ারপার্সন পদে বসতে চলেছেন গৌতম ঘোষ। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। নতুন চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন পরিচালক গৌতম ঘোষ। কো-চেয়ারপারসনের দায়িত্ব পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত রয়েছেন টলিউডের বুম্বাদা। চলচ্চিত্র প্রেমীরা বুম্বাদাকে ছাড়া এই উৎসবের কথা ভাবতেও পারেনা। রীতিমতো আবেগ জড়িত এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে বুম্বাদার। গতবছর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার চলচ্চিত্র উৎসবে নতুন ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে।

এই নিয়ে প্রসেনজিতের আপ্ত সহায়ক প্রতিক্রিয়া দিয়ে জানান , “বুম্বাদা নিজে বাংলার এই চলচিত্র উৎসবকে বড় ভালোবাসেন। যখন রাজ চক্রবর্তী চেয়ারম্যান ছিলেন, সবসময় তাঁর পাশে থেকেছেন। খুবই পছন্দ করেন উৎসব প্রাঙ্গনে যেতে। এমনকী সাত দিনই যদি সেখানে যাওয়ার সুযোগ থাকে সাত দিনই বুম্বাদা চলচ্চিত্র উৎসবে চলে যাবেন। ফলে, পদে যেই থাকুক না কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রসেনজিৎ সবসময় আছেন ও থাকবেন।”চেয়ারম্যান হিসেবে টলিউডের অভিজ্ঞ পরিচালক গৌতম ঘোষের নাম ঘোষণায় রাজ চক্রবর্তীও বেশ খুশি। তিনি আগেই জানিয়েছিলেন, নতুন চেয়ারপারসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন। তিনি আরও জানিয়েছিলেন, “গৌতম ঘোষও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত এবং যথেষ্ট অভিজ্ঞ, তাই তাঁর নাম প্রস্তাব করা হয়েছে।”

Related Articles