‘জাগারনাট’-এর রহস্য মৃত্যু! স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
'Juggernaut's' mysterious death! Wife accused of mental torture

Truth Of Bengal: র্যাপ দুনিয়ায় পরিচিত ‘জাগারনাট’ নামে। সেই ওড়িয়া র্যাপার অভিনব সিং-এর মৃত্যুতে চাঞ্চল্য। রবিবার রাতে বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন অভিনব। মানসিক অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত বলে পরিবার সূত্রে খবর।
তদন্তে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। দাম্পত্য কলহের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবার জানিয়েছে, এই কারণেই হয়তো তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন র্যাপার। তাঁর মরদেহ ময়নাতদন্তের পর ওড়িশার বাড়িতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যে, অভিনব সিং শুধু র্যাপারই নন, পেশায় একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। কর্মসূত্রে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তবে তাঁর প্রকৃত পরিচিতি আসে সংগীতের জগতে। ‘কটক অ্যান্থেম’ গানটি তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
অভিনবের পরিবার তাঁর স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল গায়ককে, যা তাঁর অবসাদের মূল কারণ হতে পারে। ‘জাগারনাট’-এর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ওড়িয়া সংগীতজগতে। ভক্তদের বিশ্বাস, তাঁর সৃষ্টিশীলতা চিরস্মরণীয় হয়ে থাকবে।