অক্টোবরে মুক্তি পাচ্ছে জিগরা, প্রকাশ্যে আলিয়ার অ্যাকশন থ্রিলারের ট্রেলার
Jigra, Alia's action thriller trailer is out in October

Truth Of Bengal: আবারও মারকাটারি অ্যাকশন মোডে আলিয়া ভাট্ট। নিজের ভাইকে রক্ষা করতে এক দিদি কতদূর যেতে পারে তা নিয়েই আসছে নতুন ছবি জিগরা। প্রথম লুকের পর এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। অক্টোবরেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অ্যাকশন ড্রামা থ্রিলার জিগরা। পরিচালক বাসান বালা পরিচালিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মুহুর্তেই ভালোবাসায় ভরিয়েছে দর্শকেরা।
ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে বেদাঙ্গ রায়নাকে। ছবির গল্প অনুযায়ী ছোটোবেলাতেই বাবা-মাকে হারান আলিয়া বেদাঙ্গ। এরপর অবহেলার সঙ্গেই নিজেদের আত্মীয়ের কাছে বড় হওয়া। তাই দুজনের একমাত্র সাহারা তাঁরা নিজেরাই। হঠাত্ই বিদেশে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ভাই। ভাইকে সেখান থেকে ছাড়িয়ে আনতেই দিদির অসাধ্য সাধনের লড়াই তারই আভাস পাওয়া যায় ট্রেলারে। ট্রেলারটি জুড়ে পিছনে বাজতে থাকে জনপ্রিয় ‘ফুলো কা তারো কা গানটি’।
ছবিতে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে আলিয়াকে। কখনও গুলি ছুঁড়তে তো আবার কখনও মারামারি করতেও দেখা যাবে তাঁকে। ট্রেলারে একটি ডায়লগ শোনা যায়, ‘এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে’। যার প্রত্যুত্তরে আলিয়াকে বলতে শোনা যায়, ‘এখন হিরো তো আমি হবই’। ছবিতে ভাইবোনের চরিত্রে বেদাঙ্গ আর আলিয়ার কেমিস্ট্রি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই আলিয়ার ভক্তদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। মুহুর্তেই কমেন্টবক্স ভরিয়েছেন অনুগামীরা। প্রত্যেকেই এবার অপেক্ষা করছে ছবির টিজারের জন্য। ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই ছবিটির শ্যুটিং শেষ করেন আলিয়া। শ্যুটিং শেষে জিগরার সেট থেকেই ছবিটি নিয়ে প্রথম পোস্ট করেন আলিয়া। ছবির পরিচালক বাসান বালার পরিচালনায় ও ধর্মা প্রোডাকশন ও ইটারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। ২০২৩ সালের সেপ্টেম্বরেই এই জিগরা ছবির ঘোষণা করা হয়। তখনই ছবির গল্প নিয়ে ইঙ্গিত দেওয়া হয় যে, ছবিতে ফুটে উঠবে এক ভাই-বোনের ভালোবাসার গল্প। যেখানে ভাইয়ের সুরক্ষার জন্য একজন দিদি কতদূর যেতে পারে। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার বড়পর্দায় দেখা যাবে বেদাং রায়নাকে। এর আগে তাঁকে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ। ছবিটি আগামী ১১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।