গলায় মোদির ছবিযুক্ত গহনা, রাজস্থানি লুকে মাতালেন কান ২০২৫ উৎসব! কে এই রুচি গুজ্জর
Jewelry adorned with Modi's picture around the neck, mesmerizing the Cannes 2025 festival in Rajasthani attire! Who is this Ruchi Gujjar?

Truth of Bengal: ফ্রান্সে অনুষ্ঠিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সেলেব্রিটিরাও তাঁদের অনন্য লুক ও উপস্থিতিতে দারুণভাবে নজর কাড়ছেন। সেই তালিকায় নতুন সংযোজন রাজস্থানি অভিনেত্রী ও মডেল রুচি গুজ্জর। তিনি ২০২৫ সালের কান উৎসবে একেবারে ঐতিহ্যবাহী রাজস্থানি বধূর সাজে হাজির হয়ে সবার মন জয় করে নিয়েছেন।
রেড কার্পেটে রুচি গুজ্জর পরেছিলেন রূপা শর্মা ডিজাইন করা ভারী কাজের সোনালি লেহেঙ্গা। সঙ্গে ছিল গোটাপট্টি ও মিরর ওয়ার্ক করা এক রাজকীয় বেঁধনি দোপাট্টা, যা ডিজাইন করেছেন রাম অফ জরিবাড়ি। তাঁর এই সাজে ফুটে উঠেছে রাজস্থানের বস্ত্র-ঐতিহ্যের সমৃদ্ধ রূপ।
View this post on Instagram
তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে তাঁর গলায় পরা এক বিশেষ নেকলেস। কুন্দনের তৈরি এই গহনাটিতে ছিল লাল পদ্মফুলের ডিজাইন, আর ঠিক মাঝখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। রুচি জানান, “এই নেকলেস কেবল অলঙ্কার নয়, এটি শক্তির প্রতীক। এটি বিশ্বমঞ্চে ভারতের উত্থানকে সম্মান জানায়।”
রুচি গুজ্জরের এই সাজ ও নেকলেসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, কে এই রুচি গুজ্জর?
রাজস্থানের মেহরা গুজ্জরওয়াস খেড়ি গ্রামের মেয়ে রুচি গুজ্জর। তিনি জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক শেষ করে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি জমান। রুচি সেনাবাহিনী পরিবার থেকে এসেছেন, তাঁর বাবা সশস্ত্র বাহিনীতে কর্মরত।
‘যব তু মেরি না রই’, ‘হেলি মে চোর’, ও ‘এক লড়কি’ সহ বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। আমন ভার্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রুচি।
বলিউডএমডিবিকে দেওয়া সাক্ষাৎকারে রুচি জানান, এক গুজ্জর পরিবার থেকে এসে অভিনয়ের জগতে আসা সহজ ছিল না। তিনি বলেন, “আমার সম্প্রদায়ের প্রথম মেয়ে আমি, যে বলিউডে এসেছে। আমি চাই, আমার এই পথচলা অন্য মেয়েদের অনুপ্রেরণা দিক।”
প্রথমে তাঁর মা ভয় পেয়েছিলেন, তবে এখন তিনি মেয়ের ওপর গর্বিত। রুচির বাবা শুরু থেকেই তাঁকে সমর্থন করেছেন। ভবিষ্যতে দক্ষিণী ছবিতে কাজ করতে চান রুচি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব সক্রিয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৭.৯৮ লাখ ফলোয়ার রয়েছে।