
The Truth of Bengal: ভারতীয় বিনোদন জগতের ক্ষেত্রে এই বৃহস্পতিবার নিঃসন্দেহে বড় দিন। এত বড় দিন যে, বুধবার রাত থেকেই জেগে আছে প্রায় সারা দেশ। এমনটা সচরাচর দেখা যায় না। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে গেল ‘জওয়ান’-এর শো। আর তা নিয়েই রীতিমতো হইচই। কোথাও সকাল ৫টা, কোথাও সকাল ৭টা, ৮টা, ৯টা। কলকাতা থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কানপুর সব জায়গার সব সিনেমা হলে দর্শকদের ভিড়।
শাহরুখের কায়দায় সেজে, কাঁধে ঢোল নিয়ে সকাল সকালই সিনেমা হলে হাজির শাহরুখভক্তরা। যে ছবি প্রথম ঝলক থেকেই হইচই ফেলে দিয়েছিল শহর কলকাতাতেই যেমন ভোরবেলার বহু শোই হাউজফুল। সেই ‘জওয়ান’ শেষমেশ কেমন হল? দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি।
গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।