‘গুমনামি বাবা’-ই কি নেতাজি, বিতর্কের মাঝে অন্তর্জাতিক পুরস্কার
International Award in Gumnami Baba Cinema

The Truth of Bengal: বিতর্কের মাঝে মিলেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। কানাডার পর ফ্রান্সে সঙ্গীতে পরপর আন্তর্জাতিক শ্রেষ্ঠত্ব পুরস্কার সন্ন্যাসী দেশনায়ক ছবির। এত বিতর্কের মধ্যেও সন্ন্যাসী দেশনায়ক আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় গর্বিত বসিরহাটবাসী পরিচালক অম্লানকুসুম ঘোষ। ২০২২ সালে সন্ন্যাসী দেশনায়ক মুক্তি পেয়েছিল। ইতিমধ্যে দিল্লি সহ বাংলায় বেশ কয়েকটি সিনেমা হলে ছবি দেখতে ভিড় করেন দর্শকরা। তবে ছবির বিষয় নিয়ে মামলা করে নেতাজি পরিবার। ছবিতে উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামি বাবার কথা তুলে এনে বলা হয়েছিল নেতাজি আসলে গুমনামি বাবা।
আর এই বিষয়টি নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার হাইকোর্টে মামলা করে। যদিও এর মধ্যে কানাডার পর ফ্রান্সে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেসেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত হয়েছে সন্ন্যাসী দেশনায়ক ছবিটি। ছবির সঙ্গীতপরিচালক দেবজ্যোতি মিশ্র ও বসিরহাটের সন্তান ছবির পরিচালক অম্লান কুসুম ঘোষের চেষ্টা এই আন্তর্জাতিক সাফল্য এনে দেয়। চলতি বছরের ৬ অক্টোবর ও ২৭ নভেম্বর ফ্রান্সের প্যারিস ও তুলুজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়ে গর্বিত পরিচালক অম্লান কুসুম ঘোষ। তিনি জানান, নেতাজি মানেই বিতর্ক।
ইতিমধ্যে এই ছবি অনেক জনপ্রিয়তা পেয়েছে। নেতাজি পরিবারের সদস্যরা আদালতের হস্তক্ষেপ দাবি করলেও তার মধ্যেই পুরস্কার পেয়ে এই ছবি নজর কাড়ছে আন্তর্জাতিক মহলের।ছবির বিতর্ক সম্পর্কে পরিচালক দাবি করেন, নেতাজিকে নিয়ে গবেষণা চলবে চলতে থাকবে। কিন্তু নতুন প্রজন্মের কাছে নেতাজির রহস্য উদঘাটন আজও পর্যন্ত হল না। স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও দেশবাসী জানতে পারল না কোথায় নেতাজি। সরকারের কাছে সেই রহস্য উদঘাটন করার দাবি জানিয়েছেন তিনি।
Free Access