‘দিদি নম্বর ওয়ানে’ মিলবে বাংলার দিদির দেখা,সঙ্গে থাকবেন দাদার ঘরনীও
In 'Didi Number One', you will meet Didi from Bengal, Grandpa's family will also be there

The Truth Of Bengal : গুঞ্জন উঠেছে, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। যদি এই খবর সত্যি হয়ে থাকে তাহলে এই প্রথমবার কোনও রিয়ালিটি শোয়ে দেখা যাবে তাঁকে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই এপিসোডে দাদার ঘরনী কেও নাকি দেখা যেতে পারে।
চলতি বছরের গত মাসে রচনা বন্দ্যোপাধ্যায়কে আচমকাই নবান্নে দেখা গিয়েছিল। তারপরই প্রশ্ন উঠেছিল তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন ‘দিদি নাম্বার ১’? তবে এই জল্পনার মধ্যে জল ঢেলে রচনা জানিয়েছিলেন, “দিদি নাম্বার ১ নিয়ে কথা বলতে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম।” জানা যায়, দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন চলছিল।
এবার গুঞ্জন উঠেছে আগামী ২১ তারিখ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ১’ শোয়ের সেটে মুখ্যমন্ত্রী যেতে পারেন। আর সেই কথা মাথায় রেখেই রবিবার রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি নিরাপত্তা সংক্রান্ত একটি মিটিং ডেকেছেন। সোমবার অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং ডাকা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঞ্চালনায় এত বছর ধরে শোয়ের জনপ্রিয়তা বজায় রয়েছে। এবার সেই শোয়ে যদি বাংলার দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, তাহলে তা অবশ্যই দর্শকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে।
FREE ACCESS