বিনোদন

পুমার ছবি আঁকতে হিমশিম কোহলি! ‘মজনু ভাই’-এর সঙ্গে তুলনা নেটিজেনদের

Himshim Kohli to draw a picture of Puma! Netizens compare with 'Majnu Bhai'

Truth Of Bengal: বিরাট কোহলি ক্রিকেট দুনিয়ার একজন মেগাস্টার। যারা ফিটনেস এর প্রতি ভীষণ উৎসাহী তাদের জন্য অনুপ্রেরণা বিরাট। এছাড়া তাঁর চেষ্টা এবং কড়া পরিশ্রমের জন্য যুব সম্প্রদায় তাঁকে আদর্শ মনে করে। শুধুমাত্র একটাই একটাই গুণ সম্ভবত বিরাট কোহলির নেই যা হচ্ছে ‘ড্রয়িং’।

সম্প্রতি ‘পুমা ইন্ডিয়া’র একটি প্রোমোশনাল ভিডিওতে বিরাট কোহলি কে বলা হয়েছিল পুমার পেন্টিং করার জন্য। কোহলি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ক্যানভাসে আঁকাআঁকি শুরু করেন।

তবে বিরাট তার আঁকা শেষ করার পরে ক্যানভাসটি চাদরের তলায় লুকিয়ে দেয়। কোহলি সেই ভিডিও শেয়ার করেন এবং লেখেন,”জন্মদিনে কি উপহার চায় জিজ্ঞেস করা মস্ত বড় ভুল হয়ে গেছে। যাই হোক, মজা করছিলাম। আমার প্রিয় বন্ধুর সঙ্গে সব এ এক মজার সময়। শুভ জন্মদিন পুমা ইন্ডিয়া”।

বিরাটের অনেক অনুরাগী তার এই কনসেপ্ট পছন্দ করেন এবং বরাবরের মতোই তার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। আবার বেশ কিছু জন মজা করেই তাকে বলেন, ‘মজনু ভাই’। ‘মজনু ভাই’ বলিউড সিনেমা ওয়েলকামে একটি অন্যতম চরিত্র। যেখানে এই চরিত্রে দেখা যায় চীরসবুজ নায়ক অনিল কাপুরকে।

Related Articles