বিনোদন

অগ্নিকাণ্ডের জেরে পিছিয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

Grammy Awards ceremony postponed due to fire

Truth Of Bengal : লস অ্যাঞ্জেলসে অগ্নিকাণ্ডের কারণে পিছিয়ে গেল একাধিক অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস গ্র্যামি। ৩ ফেব্রুয়ারি এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকা। আগুনে পুড়ে ছাই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এমনকি দাবানলের গ্রাসে ঘর হারিয়েছে বহু হলিউড তারকাও। সবটা মিলিয়ে এই মহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষায় রয়েছে প্রত্যেকে। বিপদমুক্ত হলেই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেই খবর।

পুরো শহর জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩৫ হাজার বাড়িঘর। পুড়ে গিয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।  ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন।

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলসের দাবানল কমার নামই নিচ্ছে না। তার উপরে টর্নেডোর থাবা। যার জেরে আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত এই ভয়াবহ দাবানল প্রাণ কেড়েছে ২৪ জনের। মৃতদের মধ্যে এখনও ১০ জনকে শনাক্ত করা যায়নি বলে জানা যাচ্ছে। এই দাবানলের জেরে মৃত এবং আহতের সংখ্যা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা বলাই বাহুল্য। এই দাবানল নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন নেভাতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে দমকল বাহিনীকে।