বিনোদন

ফের সিরিয়াল কিলারের গল্প নিয়ে হাজির পরিচালক অরিন্দম ভট্টাচার্য’, জুটি বাঁধছে বিক্রম-স্বস্তিকা

Durgapur Junction Web Series

The Truth of Bengal: শিবপুর-এর পর এবার দুর্গাপুর জংশন-এ দেখা যাবে স্বস্তিকাকে। টলিউডের এই নতুন সিরিজটি পরিচালনা করছেন অরিন্দম ভট্টাচার্য। এই সিরিজটির চিত্রনাট্য বিদেশের একটি সত্য ঘটনার প্রেক্ষাপটে বোনা হয়েছে বলে জানা গেছে। এই সিরিজে একজন ক্রাইম জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। সিরিজের গল্প অনুসারে দুর্গাপুর অঞ্চলে পরপর খুন হয়ে যাচ্ছে। সেই খুনের কিনারা করতে ময়দানে নেমে পড়েন দাপুটে পুলিশ অফিসার বিক্রম চট্টোপাধ্যায়।

দুজনে মিলে কীভাবে এই সিরিয়াল কিলিংয়ের রহস্যের সমাধান করতে পারবে এই নিয়েই এগিয়েছে সিরিজের প্রতিটা পর্ব। স্বস্তিকা- বিক্রম ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অনুসূয়া মজুমদার, একাবলি খান্না, রাজদীপ সরকার ও প্রদীপ ধরের মতো শিল্পীরা। ২০১৬ সালে অঞ্জন দত্তের সাহেব বিবি গোলাম-এ  বিক্রম ও স্বস্তিকা প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে দুজনের অনস্ক্রিন রসায়নও বেশ লেগেছিল দর্শকের।

এমনকি সেসময় দুজনের এই রসায়ন নিয়ে কম চর্চা হয় নি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারপর স্বস্তিকা আর বিক্রমকে একসঙ্গে আর দেখা যায়নি কখনো। এবার অরিন্দমের হাত ধরে ফের একসঙ্গে ফ্রেমবন্দি হলেন স্বস্তিকা ও বিক্রম। দুর্গাপুর জংশন-এর বেশিরভাগ শ্যুটিং হয়েছে দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে। এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত পরিচালক অরিন্দম ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছর মার্চ-এপ্রিলে মুক্তি পাবে স্বস্তিকা-বিক্রমের প্রথম ওয়েব সিরিজ দুর্গাপুর জংশন।

Related Articles