প্রয়াত পথের পাঁচালীর ‘দুর্গা’, সমাপ্তি এক সোনালি অধ্যায়ের
'Durga', the Panchali of the departed, ends a golden chapter

Truth Of Bengal: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’তে দুর্গার চরিত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি আজও বাঙালির মনে জীবন্ত। বর্ষীয়ান অভিনেত্রী উমা দাশগুপ্তের জীবনাবসান ঘটল সোমবার সকালে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
উমা দাশগুপ্তের অভিনয় নিয়ে আলোচনা চিরকালই ছিল। সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’-তে অপু-দুর্গার সম্পর্কের গভীর টান এবং প্রাণবন্ত উপস্থাপনা আজও দর্শকের হৃদয়ে অমলিন। যদিও সিনেমার জগৎ থেকে দীর্ঘদিন দূরে ছিলেন, কিন্তু দুর্গার চরিত্রটি এখনও বাঙালির স্মৃতির অঙ্গ হয়ে রয়েছে।
অভিনেত্রী হিসেবে উমা দাশগুপ্তের যাত্রা শুরু হয়েছিল শৈশবেই। স্কুলের থিয়েটার থেকে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয়, তাঁর প্রতিভার অনন্য দিকটি স্পষ্ট। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের সুসম্পর্কের মাধ্যমেই পরিচালকের নজরে আসেন উমা। তবে উমার বাবা চাননি মেয়ে অভিনয়ের জগতে আসুক। পরিচালক নিজেই তাঁর পরিবারকে রাজি করিয়েছিলেন।
‘পথের পাঁচালী’র সাদা-কালো ফ্রেমে ধরা পড়া দুর্গার হাসি, তাঁর উচ্ছ্বলতা, এবং অপুকে নিয়ে ছোট ছোট মুহূর্তের স্মৃতি এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।
উমা দাশগুপ্তের চলে যাওয়া যেন বাংলা চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের সমাপ্তি। কিন্তু পথের পাঁচালীর সেই কালজয়ী দৃশ্যপট বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।