বিনোদন
Trending

Dev and Rukmini: সুখি দম্পতীর রয়েছে এক সন্তান! দেব-রক্মিনির গোপনে বিয়ে নিয়ে কি বলছেন অভিনেতা?

Dev and Rukmini: Dev Finally Responds To His Marriage Rumours With Rukmini Maitra

The Truth Of Bengal: প্রায়ই এই খবরের শিরোনামে নাম থাকে দেব-রুক্মিণীর। এই মিষ্টি জুটিকে নিয়ে তাদের অনুরাগীদের রয়েছে অনেক কৌতূহল। কবে বিয়ে করছেন এই প্রশ্নে যখন জেরবার দুই তারকা ঠিক সেই সময় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। টলিউড সুপার স্টার দেব নিজেই দিলেন এমন তথ্যের সন্ধান যা শুনলে চমকে যাবেন আপনিও। এবারে অনেকেই হয়তো ভাবছেন কি সেই তোলপাড় করা তথ্য? এবার একটু খোলসা করে বলা যাক l

সম্প্রতি অভিনেতা দেব এক্সথান্ডেলে গুগলের থেকে নেওয়া একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সুপারস্টার দেবের সাথে নাকি রুক্মিণী মৈত্রর গত ২০২১ সালের ৬ মে বিবাহ হয়েছে। শুধু তাই নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের নাকি একটি সন্তানও রয়েছে। এই বিভ্রান্তিকর তথ্য গুগলের কাছ থেকে পেয়ে রংবাজ নিজেই হতবাক। পাগলুর অনুরাগীর পোস্টের ক্যাপশনে লেখা, ” google না থাকলে জানতেই পারতাম না।” আর এই পোস্টটি দেব নিজে রিপোর্ট করে লেখেন “আমিও”। তবে অনুরাগীরা তো একেবারে ছাড়ার পাত্র নয়। এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা। অনুরাগীদের মধ্যে কেউ কেউ লিখেছেন “এলিজেবল লক্ষ্মী ছেলে সংসার কবে গোছাবেন?” আবার কেউ লিখেছেন, “তাহলে কবে বিয়ে করছেন?”

তবে এত জল্পনার মধ্যেও নিজেদের বিয়ে নিয়ে কোনরকম কোন মন্তব্য করতে শোনা যায়নি দেব-রুক্মিণীকে। তবে এই মিষ্টি জুটির নিজেদের পরিবারের সঙ্গে রয়েছে মধুর সম্পর্ক। একবার তো ‘দিদি নাম্বার ওয়ানে’ এসে রুক্মিণী এটি মজার ঘটনা শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, দেবের সঙ্গে যখন তার বাবার দেখা হয় তখন দেবকে তিনি জিজ্ঞেস করেছিলেন তুমি কি করো? প্রশ্নের উত্তরে দেব নাকি বলেছিলেন, ” আমি ইঞ্জিনিয়ার। ওই একটু-আধটু অভিনয় এবং রাজনীতি করি”।

Related Articles