ফটোগ্রাফারকে ধাক্কা দীপিকার! কি এমন অন্তরঙ্গ ছবি বন্দী হয়েছিল ক্যামেরায় ?
Deepika pushed the photographer! What intimate pictures were captured on camera?

The Truth Of Bengal : সম্প্রতি বারবার খবরের শিরোনামে এসেছেন দীপিকা-রণবীর। দীপিকার মা হওয়া থেকে শুরু করে রানবির এর সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের ছবি সরানো সবকিছু নিয়েই সংবাদের শিরোনামে বারবার দেখা যাচ্ছে তাদের নাম। সম্প্রতি তাদের আরোও এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রনবীর এবং দীপিকা মুম্বইয়ে ছুটি কাটাচ্ছিলেন। কিন্তু সেখানে ফেনী থেকে বেরিয়ে গাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তারা। এরপর হঠাৎ নিরাপত্তা রক্ষীদের ফুটেজ কেঁপে ওঠে এরপর ভিডিও শেষ!
জানা চায় জৈনক এক ব্যক্তি রণবীর দীপিকার কিছু মুহূর্ত তার মুঠোফোনে বন্দি করেছেন। আর এই বিষয়টি দীপিকার নজরে আছে ফোনটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে দর্শকদের কাছ থেকে কোন সমালোচনার ঝড় নয় বরং উঠে এসেছে প্রশংসার বানী।
অভিনেত্রীর অনুরাগীরা মনে করেছেন কারোর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করা উচিত নয়। এক অনুরাগী তো বলেই বসেন ‘লেডি সিংহম’। কারণ অন্তসত্ত্বা অবস্থায় দীপিকা রোহিত শেট্টির পরিচালিত ‘সিংহম ৩’ বা ‘সিংহম এগেন’ ছবির শুটিং চালিয়ে গিয়েছিলেন।
ঠিক সেই একই দিনে রণবীর একটি গয়নার বিপণন সংস্থার অনুষ্ঠানে গিয়ে জানান, ” দীপিকার দেওয়া বিয়ের আংটি আমার কাছে অত্যন্ত প্রিয়। চলতি বছরেই সেপ্টেম্বরে রণবীর দীপিকার ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি।