বিনোদন

শেষমেষ কার হাতে উঠবে চৌধুরী বাড়ির গুপ্তধন? জানতে দেখুন দাদুর কীর্তি

Dadur Kirti_Movie Release

The Truth of bengal: গুপ্তধনের লোভে বা ভূতের ভয়ে চৌধুরী পরিবার কি এক হতে পারবে? আর চৌধুরী পরিবারের মাথা হিসেবে দাদু এবার কী ভেলকি দেখাবে? তার উত্তর মিলবে দাদুর কীর্তি ছবিটির পরতে পরতে।মজাদার এই ছবির মাধ্যমে ওটিটির দুনিয়ায় পা রাখলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ছবির লিড রোলে পরান বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে।

পরান ছাড়াও সত্যম ভট্টাচার্য,সৃজলা গুহ,কাঞ্চন মল্লিক,ঋতব্রত মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার, শান্তিলাল মুখোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষের মত একাধিক টলিউড অভিনেতারা রয়েছেন এই ছবিতে।গল্পের বইয়ের ভূতের বাড়ির থেকে এই চৌধুরী বাড়ি পরিবেশ অনেকটাই আলাদা। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এই বাড়িতে রয়েছে ভালবাসা, ভূত, লুকোনো গুপ্তধন। কিছু জটিল চরিত্র ও এক জমজমাট গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল দাদুর কীর্তি।

 

Related Articles