ভোট দিতে এসে ভিড়ের মুখে কমল ও রজনী! আর কোন কোন তারকা ভোট দিলেন প্রথমপর্বে জেনে নিন ?

The truth Of Bengal: গণতন্ত্র উত্সবে সামিল হলেন দক্ষিণি তারকারা। শুক্রবার প্রথম দফার ভোটে সকাল সকাল ভোট দিলেন ফিল্মি তারকারা। কমল থেকে রজনী সকলকেই দেখা গেল স্থানীয় বুথের সামনে। গোটা দেশে মোট ২১টি রাজ্যের ১০২টি কেন্দ্রে প্রথমদফার নির্বাচন হয়। সেই তালিকায় চেন্নাইও রয়েছে। সেখানেই ভোট দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এদিন সকাল সকাল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে ভোট দিতে দেখা গেল থালাইভাকে। সাদা পোশাক পরে ভোট দিয়ে বেড়িয়ে এসে বুথের বাইরে সকলকে ভোট দিতে অনুরোধ করেন রজনীকান্ত।
রজনীর মত দক্ষিণের আর এক মহাতারকা কমল হাসান ভোট দিলেন হাসিমুখে। গত নির্বাচনে তাঁর দল মাক্কাল নিধি মাইয়াম ভোটে লড়লেও এবার লড়ছে না। তাসত্ত্বেও শুক্রবার প্রথম দফায় ভোট দিলেন তিনি। তবে, শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে বুথে ভিড়ের মুখে পড়লেন কমল হাসান ।পরনে সাদা-মাটা গেঞ্জি পরে মাক্কাল নিধি মাইয়াম দলের সুপ্রিমো লোকসভার প্রথম দফায় সাতসকালে চেন্নাইয়ের কোয়াম্বেড়ু কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভক্তদের ভিড়ের মুখে পড়েন। সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। শেষপর্যন্ত নির্বাচনী প্রথা সেরেই ভোটচিহ্ন দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন সুপারস্টার কমল হাসান।
অন্যদিকে রজনীর জামাই সুপারস্টার ধনুষকে ভোট দিতে দেখা গেল সকাল আটটায়। ভোট দিয়ে বেড়িয়ে এসে ভক্তদের উদ্যেশ্যে নিজের আঙুলে ভোটচিহ্ন দেখালেন তিনি। রজনীকান্ত ও ধনুষ ছাড়াও শুক্রবার সকালে চেন্নাইয়ের থিরুভানমিয়ুর কেন্দ্রে ভোট দিলেন সুপারস্টার অজিত কুমার। ভোট দিয়ে তিনিও বুথ থেকে বেরিয়ে হাসিমুখে সকলের সঙ্গে ছবি তুললেন। এইভাবেই প্রথম দফার ভোটে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রীর তারকারা ভোট দিয়ে গণতন্ত্রের উত্সবে সামিল হলেন।