
Truth Of Bengal: আগামী ৫ ডিসেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। যতই মুক্তির দিন এগিয়ে আসছে তত বেশি করে এই ছবি নিয়ে উন্মাদনা যেন বাড়ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহ বুকিং-এর কাজ। মুক্তির দিনই যে কোটি কোটির ব্যবসা করবে ‘পুষ্পা ২’ তা এক প্রকার নিশ্চিত। তাই এই ছবির সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। কারণ ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাভা’র। কিন্তু ‘পুষ্পা ২’ ঝড় থেকে বাঁচতে আগে ভাবেই ছবিকে বাঁচালেন ‘ছাভা’র নির্মাতারা।
ছত্রপতি শিবাজী চরিত্র নির্ভর ছবি ‘ছাভা’র ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে যা মন কেড়েছে দর্শকদের। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। ভিকি ছাড়াও রশ্মিকা মন্দানা ,অক্ষয় খান্না সহ আরও অনেকে দেখা হবে। ছবি ভালো হবে বলেই সকলের অনুমান কিন্তু পুষ্পা ঝড়ের মাঝে কিছুটা হলেও ব্যবসায় কোপ পড়তে পারে ‘ছাভা’র। আর সেই কারণেই নির্মাতাদের এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, ডিসেম্বরের শেষে কিংবা ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। সবমিলিয়ে বলা যায় বছরের সেরা হিট আসতে চলেছে অল্লু অর্জুনের হাত ধরে। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ ইভেন্ট। ছবির প্রচারের জন্য সাবার ভারত ঘুরতে চলেছে এই টিম। ভারতের সাতটি মেট্রো সিটিতে হতে উঠতে চলেছে পুষ্পা ঝড়। হাজির থাকবেন খোদ আল্লু অর্জুন। আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতাও। বাকি শহরগুলি পাটনা, কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ।সবমিলিয়ে বলা যায় আর কিছুদিনের মধ্যেই ফের পুষ্পা ঝড়ে ভাসতে চলেছে গোটা দেশ।