বিনোদন

তুফান-এ চঞ্চলের এন্ট্রি। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে ?

Chanchal's entry in Tufan. In which role will he be seen

The Truth of Bengal : দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন ছবি তুফান। ছবিতে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিপরীতে রয়েছেন টলিউড ডিভা মিমি চক্রবর্তী। এটাই হতে চলেছে মিমির কেরিয়ারে প্রথম বাংলাদেশি ছবি। সেকারণে, এই ছবি ঘিরে মিমির ভক্তদের উচ্ছাসের অন্ত নেই। এবার এই ছবির নতুন চমক সামনে এল।

মিমি সাকিবের সঙ্গে এই ছবিতে নাকি কাজ করতে পারেন বাংলাদেশের তারকা চঞ্চল চৌধুরি। বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় করেচঞ্চল চৌধুরি দুই বাংলাতেই বেশ জনপ্রিয়। সূত্রের খবর অনুযায়ী, একেবারে অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছেন ‘তুফান’। আগামি বছরের ইদে মুক্তি পেতে পারে এই ছবিটি। কিছুদিন আগে শোনা গিয়েছিল, দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি ভিলেন হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যিশুকে। এবার খবর, চঞ্চল চৌধুরীকেও নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি অল্প সময়ের জন্য হলেও বেশ ইন্টারেস্টিং বলে জানিয়েছেন খোদ চঞ্চল চৌধুরী। নিজেও এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত।

 

Related Articles