বিনোদন
Trending

বয়ে চলেছে রক্ত, একের পর এক হত্যা, ভয়ঙ্কর রূপে ববি দেওয়াল, প্রকাশ্যে ‘কাঙ্গুভা’ ছবির ট্রেলার

Blood Flows, Killing One After Another, Bobby Dewal in Scary Appearance, 'Kanguva' Trailer Out

The Truth Of Bengal: ‘অ্যানিম্যাল’ এ দারুণ সাফল্য পাওয়ার পর এবার দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুরিয়ার পরবর্তী ছবি ‘কাঙ্গুভা’ তে দেখা যাবে ববি দেওয়ালকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে রক্ত গঙ্গা বয়ে চলেছে।

একের পর এক হত্যালীলা চলছে। কখনও কারুর হাত কেটে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে আবার কখনও চাকু নিয়ে গিয়ে পেটের মাঝবরাবর ঢুকিয়ে খুন করা হচ্ছে। এই ছবিতে দক্ষিনী তারকা সুরিয়াকে দেখা যাবে একটি বা দুটি নয়, মোট তিনটি অবতারে।

ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হওয়া এই ছবিতে দুটি সময়ের গল্প রয়েছে। একটি আদিম যুগ ওপরটি হল বর্তমান যুগ। এই ছবিতে যুদ্ধ ক্ষেত্র তৈরি করার জন্য প্রায় ১০হাজার খুচরো অভিনেতারা অভিনয় করেছেন। ছবির মুখ্য ভূমিকায় রয়েছে সুরিয়া, বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দিশা পটানিকে।

ছবি পরিচালনা করছেন শিবা। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ববি দেওয়াল। ‘উধীরনের’ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল। ‘অ্যানিম্যাল’ ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে ববিকে। বোবা থাকা সত্ত্বেও তার অ্যাকটিং দেখে নতুন করে প্রেমে পড়ে গিয়েছিলেন ভক্তরা। এই ছবির সঙ্গীর পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবী শ্রী প্রসাদ।  এখন এটাই দেখার অ্যাকশনে ভরপুর এই ছবিটি দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারে।

Related Articles