
The Truth of Bengal: শুক্রবার ওটিটিতে মুক্তি পাবে ভূমি পেডনেকারের নতুন সিনেমা ভক্ষক। চাইল্ড ট্র্যাফিকিংয়ের একাধিক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে গৌরি খান প্রযোজিত এই ছবিটি। ছবিতে বৈশালী সিং- নামে একজন ইনভেস্টিগেটিং রিপোর্টারের ভূমিকায় অভিনয় করবেন ভূমি পেডনেকার। ট্রেলারটি শুরুতেই দেখানো হয়েছে একঝাঁক অনাথ মেয়ে একটি ঘরে বন্দি রয়েছে। তাঁদের উদ্ধার করতে নেমে ভূমি পেডনেকার জানতে পারে যে এর পিছনে কাজ করছে বড় একটা শিশু পাচারকারী দল। এই শিশুদের রক্ষা করতে সাংবাদিক বৈশালী ওরফে ভূমি কীভাবে তাঁদের মোকাবিলা করে সেটাই উঠে এসেছে ভক্ষক ছবিতে।
ট্রেলারে একজন সাংবাদিক হিসাবে ভূমির চরিত্রটিও খুব আকর্ষণীয়। চলচ্চিত্রটি একজন নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকের জীবন অনুসরণে তৈরি। যিনি একটি মেয়েদের আশ্রয় কেন্দ্রের মধ্যে লুকিয়ে থাকা জঘন্য রহস্য উন্মোচন করেন। ভক্ষক একজন অবলা নারীর ন্যায়বিচারের সন্ধানের যাত্রা করে। যিনি একটি জঘন্য অপরাধকে সামনে নিয়ে আসতে বদ্ধপরিকর। এবং নারীর বিরুদ্ধে অপরাধের বাস্তবতা তুলে ধরেন প্রকাশ্যে। ভূমি ছাড়াও এই ক্রাইম ড্রামা ছবিতে সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব এবং সাই তামহঙ্করও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
একঝাঁক অনাথ শিশুর জীবনে একের পর এক বিপদ। তাদের ঘরে আটকে রেখে চলত নানা কুকীর্তি। সেখান থেকে এঁদের বাঁচাতে ত্রাতা হিসেবে এগিয়ে এলেন সাংবাদিকরূপে ভূমি পেডনেকার। এরপর একের পর এক নানা বাধা পেরিয়ে সমাজ রক্ষাকারীদের এড়িয়ে কি পৌঁছে যেতে পারবেন অভিনেত্রী তার লক্ষ্যে? তা জানা যাবে আগামি ৯ তারিখ ছবি মুক্তির পরেই।