বিনোদন

”নতুন করে আবার জন্ম নিও”! প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অহনা

"Be born again"! Ahana is grieving the loss of a loved one

Truth Of Bengal: হবু শাশুড়িকে হারালেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী অহনা দত্ত। সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন সেই খবর। লেখেন,” আর কোনও কষ্ট হবেনা তোমার”। নতুন করে আবার জন্ম নিও লিভ-ইন-পার্টনার দীপঙ্কর রায়ের মা প্রয়াত হয়েছেন। হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। নিজের মা-কে ছেড়ে এসেছিলেন দীপঙ্করের বাড়ি। যেখানে মায়ের অভাব বুঝতে দেননি দীপঙ্করের মা। ভালোবাসায়, স্নেহে আগলে রেখেছিলেন। সেই মাকে হারিয়ে বড়ো ধাক্কা খেলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে হবু শাশুড়ির সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” আর কোনও কষ্ট হবেনা তোমার ! নতুন করে আবার জন্ম নিও ,,,, আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো ,,,, তোমাকে শেষ বারের মতন তোমার পছন্দের জায়েগা (সমুদ্র )তে নিয়ে যেতে পারলাম না ,, তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমী কেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর , বড্ড যে ভালবাসে তোমাকে , পৃথিবীর সব থেকে ভাল ছেলে মেয়ের সব থেকে ভাল মা ,,,, আর আমাদের ব্যপারে নাই বা বললাম ,,, আবার দেখা হবে আমাদের ,, আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে ,,, আবার চুড়িদার জোর করে পড়াবো ,,, আবার আন্টি বলে ডাকব”।

মেকাপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে সম্পর্ক্য নিয়ে খুশি ছিলেন অহনার মা। যার জেরে মায়ের সঙ্গে বাঁধে বাকবিতন্ডা। এমনকি নিজের বাড়ি ছেড়ে চলে আসেন অভিনেত্রী। দীপঙ্করের সঙ্গেই তার বাড়িতে থাকতে শুরু করেন। কার্যত, নিজের মেয়ের মতো আপন করে নেন দীপঙ্করের মা। আজ সেই মাকে হারিয়েছেন অহনা। এই কঠিন পরিস্থিতিতে দীপঙ্করের পাশে রয়েছেন অভিনেত্রী।

Related Articles