
The Truth of Bengal: বড়পর্দায় চুটিয়ে ব্যবসা করার পর এবার ওটিটিতে আসতে চলেছে বাদামী হায়নার কবলে। বছরের প্রথমেই এই পাল্প ফিকশনে সিনেমার দর্শকদের মাতোয়ারা করার পর এবার ওটিটিতে আসছে গোয়েন্দা দীপক চ্যাটার্জি ওরফে আবির চট্টোপাধ্যায়। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ওটিটির পক্ষ থেকে। আগামি ১২ এপ্রিল ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে বাদামী হায়নার কবলের।
বছরের প্রথমে শহরে হঠাৎ ঘুরে বেড়াতে দেখা যায় এক বাদামি হায়না। যথারীতি ডাক পড়ে গোয়েন্দা দীপক চ্যাটার্জীর। কিন্তু তিনি এই বাদামি হায়নার খোঁজে গোয়েন্দাগিরি করতে একেবারে নারাজ। কারণ গল্পের ডিটেক্টিভ বর্তমানে লাইব্রেরীর গার্ড। অবশেষে সেই বাদামি হায়নার কবল থেকে শহরকে বাঁচাতে ছুটে এলো ডিটেক্টিভের একমাত্র সহকারি রতনলাল। তবে তার পক্ষেও খুব একটা সহজ হয়নি ওই বাদামি হায়নাকে কাবু করা। অগত্যা, বাদামী হায়নার মোকাবিলা করতে ময়দানে নামেন ডিটেক্টিভ দীপক চ্যাটার্জী। এরপর কীভাবে তিনি বাদামী হায়নার কবল থেকে শহরবাসীকে রক্ষা করেন তাই ধরা পড়ছিল দেবালয় ভট্টাচার্য পরিচালিত বাদামা হায়নার কবলে। বড়পর্দায় যাঁরা এই পাল্প ফিকশনের স্বাদ পায় নি, তাঁরা এবার ওটিটির পর্দায় চেখে নিতে পারে আবির-পরান অভিনীত এই ছবিটি।
ফের বাঙালি গোয়েন্দার চরিত্রে এই ছবিতে অনবদ্য হয়ে উঠেছিলেন আবির চট্টোপাধ্যায়। শ্রী স্বপনকুমারের চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয় বেশ মনে ধরেছিল দর্শকের। গোয়েন্দা গল্প হলেও পুরো সিনেমায় কখনো চলছে ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, আবার কখনো বন্দুক থেকে বেরিয়ে আসছে গুলির বদলে গোলাপ ফুল। আবার খানিক রয়েছে রোমান্টিকতার ছোঁয়াও। এবার সেই ছোঁয়া ধরা পড়বে ওটিটির প্ল্যাটফর্মে। আগামি এপ্রিলের ১২ তারিখ থেকে একটি জনপ্রিয় ওটিটিতে ফের দেখা যাবে বাদামী হায়নার কবলে। ফলে বক্স অফিসে কামাল দেখানোর পর এবার ওটিটির দর্শকদের কাছে ধরা দেবেন গোয়েন্দা দীপক চ্যাটার্জী।