বিনোদন

শুক্রবার আসছে আয়ূরেখা, এই ছবির হাত ধরে সিনেমায় ডেবিউ এক টেলি অভিনেত্রীর কে তিনি?

Ayurekha movie release

The Truth of Bengal: শহরে একের পর এক খুন, আর প্রতি খুনের পর হাতের আয়ুরেখা কেটে যাচ্ছে সেই খুনি! গোটা রহস্য উন্মোচন হবে আগামি শুক্রবার। এই খুনের কিনারা করতে হাজির টলিউড অভিনেত্রী ঊষসী রায়। ঊষসী ছাড়াও এই সাইকোলজিক্যাল থ্রিলারে দেখা যাবে বনি সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী।

তবে রাজদীপের এই ছবির হাত ধরে টলিউডি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ লিজা গোস্বামী। এই ছবিতে অভিনেত্রী ঊষসী রায়কে এক তদন্তকারীর চরিত্রে দেখা যাবে।খুনি ধরতে শেষমেষ ব্যবহৃত হবে জ্যোতিসশাস্ত্র। বিজ্ঞানের উন্নতিতে কারও কারও কাছে জ্যোতিসশাস্ত্র অপবিজ্ঞান।

কোনটা ঠিক? কোন পক্ষই বা বৈজ্ঞানিক? এই তর্কের শেষই বা কোথায়? সব উত্তর মিলবে আয়ূরেখা-তে। পরিচালক রাজদীপ ঘোষের এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। সেখানেই রহস্যের জাল আরও সুদৃঢ় হয়েছে। শেষপর্যন্ত ঊষসী কী পারবে এই রহস্যের সমাধান করতে। তার উত্তর মিলবে ছবি মুক্তির পরেই।

Related Articles