বিনোদন
Trending

Aryan Khan: শ্যুটিং শেষে পার্টিতে মত্ত আরিয়ান! পরিচালক হিসেবে নতুন পথ চলা শুরু শাহরুখ পুত্রের

Aryan Khan: Not like father and sister aryan wants to become actor! aryan recently done his first film as a director

The Truth Of Bengal: সম্প্রতি শোনা গিয়েছিল নিজের ডিরেকশনে নতুন সিরিজ করতে চলেছেন শাহরুখ পুত্র। তারপর শুটিংয়ের নানান দৃশ্য ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তবে শেষমেশ নিজের নতুন সিরিজের শুটিং পর্বের ইতি টানার কথা জানিয়ে দিলেন পরিচালক আরিয়ান। মাতলেন সেলেব্রেশনে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে লর্ড ববির সঙ্গে এক বিরাট কেক কেটে শুটিংয়ের সাফল্যের খুশিতে হাসছেন চকোলেট বয়।

নিজের ডিরেকশনে নতুন সিরিজ করতে চলেছেন শাহরুখ পুত্র! বলেই গুঞ্জন রটেছিল বিটাউনে। কিন্তু “যাহা রটে তা কিছুটা হলেও বটে”- উক্তিটিকে আবারও সত্য প্রমাণ করে, শুটিংয়ের নানান দৃশ্যও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়াতে। এর আগে বাবা ও ছেলেকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল ‘দ্য লায়ন কিং’এ। সেখানে শাহরুখ এবং আরিয়ান’কে মুসাফা ও সিম্বা’র হয়ে গলা দিতে দেখা যায়। এদিনের এই সেলিব্রেশনও আরিয়ানের কেক কাটার ভিডিও ভাইরাল হতেই সেখানে বাবার একাধিক ছবির পোস্টার  লাগিয়ে উদযাপন করতে দেখা যায় তাঁকে। বোন কিংবা বাবার মত অভিনেতা হিসেবে কাজ করবার তেমন ইচ্ছে নেই আরিয়ানের। এবং শাহরুখ তাঁর দেওয়া এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন যে, “ও একজন ভালো লেখক”। তাই বোধহয় এই পথ বেছে নিলেন আরিয়ান। তাঁর পরিচালনায় এই নতুন সিরিজ, ‘স্টারডম’। সেখানেই ডেবিউ করতে চলেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

সেলিব্রেশনের পরই রবিবার, তাঁকে আইপিএল’এর ফাইনাল ম্যাচের দিন কেকেআর বনাম সাইরাইজার্স হায়দ্রাবাদ এর ম্যাচে পরিবারের সঙ্গে উপস্থিত হতেও দেখা যায়। যেখানে কেকেআরের ম্যাচ জেতার পর বাবার হাত ধরে গোটা চিদম্বরম স্টেডিয়াম-টিও ঘুরে দেখেন কিং খান পুত্র। বোন সুহানা, ভাই আব্রাম এবং মা গৌরি’কেও তাঁর সঙ্গে মাঠে উদযাপন করতে দেখা যায় এদিন।

Related Articles