বিনোদন

অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে মামলা অনিল কাপুরের

Anil Kapoor

The Truth of Bengal: এবার থেকে অনিল কাপুরের নাম, ছবি, কন্ঠ বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না বলে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। আসলে ভারচুয়াল বিপ্লবের যুগে তারকাদেরও সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতে হয়। আবার ব্যাঙের ছাতার মতো তাঁদের নামে একাধিক ভুয়ো প্রোফাইলও গড়ে উঠেছে। এমনকি নামের পাশাপাশি কণ্ঠস্বর, ছবি, ভিডিও ব্যবহার করা হয়।

যা নিয়ে তীব্র আপত্তি অনিল কাপুরের। বিনা অনুমতিতে যাতে তাঁর নাম, কণ্ঠ, ছবি ব্যবহার না করা হয় সেই মর্মেই দিল্লি হাই কোর্টে আবেদন জানান অনিল কাপুর। সেই আবেদনের রায়ে হাইকোর্ট জানিয়েছে তারকা বলে কি কোনও অধিকার থাকতে নেই? অবশ্যই আছে। অনিলের পক্ষেই হাইকোর্ট রায়দান দেওয়ায় এবার থেকে অনিল কাপুরের পরিচয় ও ভিডিও ব্যবহার করতে অনুমতির প্রয়োজন পড়বে।

সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, অনিল কাপুরের অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠ, ছবি বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই যে যে সাইটে এমন কিছু ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর হাইকোর্টের এই রায়ে বেজায় খুশিতে অভিনেতা।

Related Articles