দেশবিনোদন

ব্যর্থ সব চেষ্টা, না ফেরার দেশে পদ্মভূষণ প্রাপ্ত গায়িকা সারদা সিনহা

All efforts failed, Padma Bhushan-winning singer Sarada Sinha in the country of no return

Truth Of Bengal:না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত গায়িকা সারদা সিনহা। ২৬ অক্টোবর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং অবশেষে জীবনযুদ্ধে হার মানেন তিনি। তাঁর ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে পোস্ট করে এই দুঃখজনক খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন।”

সারদা সিনহা দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ২০১৭ সালে তাঁর শরীরে মাল্টিপল মায়েলোমা নামে এক ধরনের ক্যানসার ধরা পড়ে, যা বোন ম্যারোকে প্রভাবিত করে। তাঁর মৃত্যুতে শুধু মৈথিলী, ভোজপুরি, মগধী ভাষার গানের জগৎই নয়, ছট পুজোর উৎসবও যেন শূন্য হয়ে পড়ল। সারদা সিনহার গাওয়া ছট পুজোর গান ছাড়া এই উৎসবের কল্পনাও ছিল না।

এছাড়াও, তিনি অনেক হিন্দি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ম্যায়নে পেয়ার কিয়া’ এবং ‘হাম আপকে হ্যায় কৌন’। তার অসাধারণ গায়কী ও কণ্ঠস্বর মানুষের মনে চিরকাল রয়ে যাবে।

সারদা সিনহা সম্প্রতি তার স্বামী ব্রজ কিশোর সিনহাকেও হারিয়েছিলেন, যিনি দুর্ঘটনায় মারা যান। এই দুঃখজনক ঘটনাটি তাঁর জীবনে এক বিশাল শোকের ছায়া ফেলেছিল।

বিখ্যাত এই সংগীতশিল্পীর প্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে তিনি তার শোক ব্যক্ত করেন।

পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত বিহারের খ্যাতনামা গায়িকা সারদা সিনহার শারীরিক অবস্থার খবর নিয়ে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর গুজব ছড়ায়। তাঁর অসুস্থতা নিয়ে এই মিথ্যে খবরের ভিড়ে, শিল্পীর ছেলে অংশুমান সিনহা তাঁর মায়ের পরিস্থিতি ব্যাখ্যা করতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ফেসবুক লাইভে তিনি জানান, “আমার মায়ের চিকিৎসা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমি শুধু এটুকু বলব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন এবং আমার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।”

সারদা সিনহার প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা তার ভক্ত এবং সঙ্গীতপ্রেমীদের কাছে চিরকাল বেদনাদায়ক হয়ে থাকবে।