বিনোদন

ওজন বাড়াতে রোজ কলা খেত আদা শর্মা !

Adah Sharma eats bananas every day to increase weight

The Truth of Bengla: আদা শর্মা ফের আসতে চলেছেন সুদীপ্ত সেনের বস্তার-এ। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে প্রতিভা সম্পন্ন অভিনেত্রী আদা শর্মা। বিশেষ করে দ্য কেরালা স্টোরির পর তাঁর অভিনয়ে মুগ্ধ সকলে। এবার নকশাল আন্দোলনের গল্প নিয়ে আসছেন পরিচালক সুদীপ্ত সেন। সেই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা গেল আদাকে। ছবিতে খাঁকি উর্দি পরে মাথায় ফেট্টি পরে দেখা যায় অভিনেত্রীকে। আর এই চরিত্রের জন্য তাঁকে ১০ কেজি শরীরের ওজন বাড়াতে হয়েছিল। ছবির শ্যুটিংয়ে প্রচুর কালঘাম ঝরিয়েছেন তিনি। এর জন্য তিনি নাকি রোজ ১৫টা করে কলা খেতেন শ্যুটিংয়ে। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে এসে এমনটাই জানালেন অভিনেত্রী আদা শর্মা।

Related Articles