বিনোদন

ফের চর্চায় অভিনেত্রী পুরনো সম্পর্কে ফিরছেন সুস্মিতা?

Sushmita Sen

The Truth of Bengal: ফের চর্চায় অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমজীবন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। পর্দায় সুস্মিতা দুর্ধর্ষ, কিন্তু একইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক ‘সাহসী’ পদক্ষেপ তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়েছে। সম্প্রতি ‘আরিয়া ৩’ সিরিজে তাঁর অভিনয় ফের প্রশংসা নিয়ে এসেছে। এরই মধ্যে অভিনেত্রীকে দেখা গেল রমেশ তৌরানির দীপাবলির পার্টিতে। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিক রহমান শলের হাতে হাত রেখে পার্টি থেকে বের হতে দেখা গেল তাঁকে, যা ফের উস্কে দিয়েছে জল্পনা।

রহমান শলের সঙ্গে সুস্মিতার প্রেম ও বিচ্ছেদ বহুদিনই ছিল চর্চায়। তারপর জলঘোলা হয় ললিত মোদিকে নিয়েও। তবে ২০২১ সালে রহমান শলের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন সামনে আসলে সুস্মিতা ভক্তরা বেশ নিরাশ হয়েছিলেন।  কারণ তাঁদের জুটি খুবই পছন্দ করতেন সাধারণ মানুষ। তবে জীবনে হাত ধরে চলার পথে ইতি টানলেও দু’জনের বন্ধুত্ব ছিল অটুট। ফের তাঁদের একসঙ্গে দেখে পুনর্মিলনের জল্পনা উস্কে উঠল।  বলিউডের অন্যতম দীপাবলি পার্টিতে তাঁদের একসঙ্গে বেশ রোম্যান্টিক্যালিই দেখা গেল।

রহমান ও সুস্মিতাকে একসঙ্গে, হাতে হাত রেখে দেখা যায় প্রযোজক রমেশ তৌরানির আয়োজন করা দীপাবলি পার্টিতে। সেই মুহূর্তের একাধিক ভিডিও ও ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।  কালো শাড়িতে চোখ ধাঁধানো সাজে দেখা গেল সুস্মিতা সেনকে। অন্যদিকে রহমান পরেছিলেন সাদা কুর্তা পাজামা ও বেইজ রঙের ব্লেজার। রহমানের হাতে শক্ত করে ধরা ছিল বঙ্গসুন্দরীর হাত। এমনকী একসঙ্গে দাঁড়িয়ে পোজও দিলেন তাঁরা পাপারাৎজিদের জন্য। আর এই ছবি  ভাইরাল হতেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠছে তবে কি পুরনো সম্পর্কে ফিরছেন বিশ্বসুন্দরী।

Free Access

Related Articles