শাহরুখের সিগনেচার পোজে আব্রাম, দর্শক আসনে মুগ্ধ কিং খান…..
AbRam in Shahrukh's signature pose, King Khan impresses in the audience

The Truth Of Bengal: চলতি মাসেই বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সুহানা খান।তবে তাঁর দ্য আর্চিস ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায় নি। দর্শকের মনে ছাপ ফেলতে ব্যর্থ সুহানা। এবার বাবা ও দিদির পথেই হাঁটলেন কিং খানের ছোট ছেলে আব্রাম খান। তবে পর্দায় নয়,স্টেজে। আর দর্শক আসনে বসে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন শাহরুখ ও গৌরী খান।
স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠানে নাটক করে নজরে এল ছোট্ট আব্রাম। প্রকাশ্যে এল সেই পারফরম্যান্সের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে কস্টিউম পরে সহ অভিনেতাদের সঙ্গে সাবলীলভাবে নাটকের সংলাপ বলছে অ্যাব্রাম খান। এমনকি শাহরুখ খানের দুহাত প্রসারিত সিগনেচার পোজও দিয়েছেন জুনিয়ার খান। যা দেখে হলের দর্শক ফেটে পড়েন। ছেলে দাপিয়ে অভিনয় করছে স্টেজ জুড়ে। আর দর্শক আসনে বসে আছেন আব্রামের গর্বিত বাবা মা, অর্থাৎ শাহরুখ এবং গৌরী খান। তাঁদের হেসে হেসে ছেলের অভিনয় নিয়েও কথা বলতে শোনা যায়। এককথায় ছেলের অভিনয় তাঁরা দেখলেন মুগ্ধ নয়নে।
AbRam doing the SRK signature pose is the cutest thing on the internet 🥰✨🌟 #AbRam #ShahRukhKhan #Dunki pic.twitter.com/9dswKrAT5c
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) December 15, 2023
প্রসঙ্গত, কিছুদিন আগে সিনেমায় আত্মপ্রকাশ করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। কিন্তু জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস ছবিটি সাফল্যের মুখ একেবারেই দেখেনি। এমনকি সুহানার অভিনয় নিয়েও সমালোচক মহলে ঝড় বয়ে গেছে। এবার দিদির পথে হাঁটলেও নিজের অভিনয় পারদর্শীতায় সকলের মন জয় করে নিল ছোট্ট আব্রাম। সোশ্যাল মিডিয়ায় আব্রামের অভিনয় দেখে প্রশংসায় ভরে উঠেছে বলিউড বাদশার সোশ্যাল পেজ। কেউ কেউ তাঁকে শাহরুখের যোগ্য উত্তরসূরি বলেও অভিহিত করেছে।
Free Access