এই প্রথমবার ছোট পর্দায় আসছে আমির খান
Aamir Khan will be seen on the small screen for the first time

The Truth of Bengal: অতিথি হিসেবে এই প্রথমবার আসছেন আমির খান কাপিল শর্মার শো’তে। দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো এর ট্রেলার সবে মাত্র মুক্তি পেয়েছে। ওটিটি-তে এই প্রথমবার কাপিল শার্মা তার শো’টিকে সঞ্চালনা করবেন এবং সেখানেই অতিথি হিসেবে আসছেন আমির খান। এবিষয়ে কাপিল শর্মা ভীষণ এক্সাইটেড। গসিপ টাউনের সবচেয়ে বড় খবর এখন এটাই। যেহুতু আগে আমির খানকে কাপিল শর্মা শো-তে দেখা যায়নি কখনোই, সেখান থেকে তার হঠাৎই সিলভার স্ক্রিন ছেড়ে বেরিয়ে এসে কাপিল শর্মার শো’তে দেখা যাওয়া ফ্যানদের কাছে অবিশ্বাস্য। তবে গল্প হলেও সত্যি এটাই।
যদিও আমির ছাড়াও কাপিল এর সঙ্গে সাক্ষাতে আসছেন রণবীর ও তার মা নীতু কাপুর, দিলজিৎ দোসাঞ্জ। প্রতি শনিবার একটি করে নতুন এপিশোড নিয়ে আসবে দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো ঠিক রাত ৮-টায়। যা আপনারা চাইলেই দেখতে পারবেন নেটফ্লিক্সে। তাছাড়াও কাপিল শর্মার এই শো’তে থাকছে আরও একটি বিশাল চমক। দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’তে এবার থাকছেন ডঃ মাসুর গুলাটি। অফিসিয়াল ট্রেলার এ সুনীল গ্রোভার দেখে চমকে উঠেছেন সকলেই। একটি বড় গিফট এর বক্সের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর তাদের দুজনের এই জুটি আবারও ফিরছে দেখে ফ্যানেরা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। চার লক্ষ্যেরও বেশি মানুষ ট্রেলারটি দেখেছেন। ৩০শে মার্চ শো’টির প্রথম প্রিমিয়ার।