৩০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ শাহরুখ-পত্নীর বিরুদ্ধে! নোটিশ পাঠালো ইডি

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লখনউয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী। এই কোম্পানির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।
গৌরী ২০১৫ সালে তুলসিয়ানি গ্রুপের সঙ্গে যুক্ত হন। গত কয়েক মাস আগেই লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির একজন গ্রাহক যশবন্ত দাবি করেন, তিনি তুলসিয়ানি গ্রুপের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে আগ্রহী ছিলেন। গৌরী খানের প্রচার দেখে তিনি এই সংস্থার ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু ৮৬ লক্ষ টাকা দিয়েও ফ্ল্যাটের চাবি পাননি তিনি।
যশবন্তের অভিযোগ, গৌরী খান তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিশ্বাসযোগ্যতা দিয়েছিলেন। কিন্তু কোম্পানি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তিনি গৌরী খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন।
যশবন্তের অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের সত্যতা রয়েছে। কোম্পানি গ্রাহক ও ব্যাঙ্ক থেকে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।