বিনোদন

শাহরুখ খানকে চিনতে না পেরে বিমানবন্দরে আটকে দিল নিরাপত্তরক্ষীরা! তারপর কী করলেন তিনি?

 

শাহরুখ খান তার আসন্ন ছবি “ডাঙ্কি”-র মুক্তির আগে নিজেকে ফটোগ্রাফারদের হাত থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন। তিনি তার গাড়িতে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন এবং ক্যামেরা দেখলেই হুডি বা ছাতা দিয়ে নিজের মুখ ঢেকে নিচ্ছিলেন।

শাহরুখ খান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তরক্ষীরা তাকে আটকে দিয়ে তার পরিচয়পত্র দেখতে চাইলেন। শাহরুখ খান ধৈর্য ধরে তার সমস্ত কাগজপত্র দেখালেন। কিন্তু নিরাপত্তরক্ষী তার পরিচয়পত্রের মুখের ছবি দেখে তার আসল মুখ দেখেই যাচ্ছিলেন।

শাহরুখ খান নিরাপত্তরক্ষীর এমন আচরণে বিরক্ত হলেও তিনি মিষ্টি হাসলেন। তিনি বুঝতে পারলেন যে নিরাপত্তরক্ষীরা তাদের দায়িত্ব পালন করছেন। শাহরুখ খানের এমন ব্যবহারে নেট দুনিয়ার মানুষেরা খুবই আপ্লুত হয়েছেন। তারা শাহরুখকে একজন ভালো মানুষ এবং একজন শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে দেখেছেন।

Related Articles