বিনোদন

মিশকা জন্যই সূর্য ও দীপার মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব! সূর্য দীপাকে বোঝাতে পারবে কি?

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্য দীপা ও তার দুই সন্তানকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছিল। কিন্তু লাবণ্য এবং দীপা তারা কেউই চাইছে না একজন বাবার থেকে সন্তানকে আলাদা করে রাখতে। কিন্তু সূর্য কিছুতেই বোঝাতে পারছে না যে সে আসল বাবা নয় মিশকার সন্তানের।

সূর্য ওরা চলে যাচ্ছে দেখে মিশকা পাগলের মতন করছে। মিশকা চাইছে সূর্যর কাছে যেতে, যাকে ওকে আটকানো যায় কিন্তু বাড়ির সকলেই কিছুতেই মিস কাকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। সকলেই বোঝাচ্ছে সে এখন মা হতে চলেছে তাই তার ভালোভাবে থাকাটা খুব জরুরী।

মিশকার কাছে সূর্য গেছে। তার শরীরে অবস্থা জানার জন্য সেটা দেখে মিসকল খুবই আনন্দিত হচ্ছে। অন্যদিকে দীপা সুর্যের কাছে জানতে চাইছে সে এখন সেনগুপ্ত পরিবারের তার দুই মেয়েকে নিয়ে কিভাবে থাকবে। কিন্তু দীপা কখনোই সূর্যকে দোষারোপ করছে না।

Related Articles