তার বাবার ভয়ে পালিয়ে গিয়েছিলেন খোদ উত্তম কুমার! দাদাগিরির মঞ্চে সেই কাহিনী শোনালেন সাবিত্রী

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সম্প্রতি দাদাগিরি মঞ্চে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন। তিনি জানান, তার বাবা চাইতেন না তিনি অভিনেত্রী হন। তাই তার বিয়ে দেওয়ার জন্য তিনি উঠেপড়ে লেগেছিলেন। কিন্তু সাবিত্রী অভিনেত্রী হতে চাইছিলেন। তাই তিনি বাবার অমতেই বিয়ে করেন।
সাবিত্রী বলেন, “আমার বাবা ৯ মেয়ের বিয়ে দিয়েছেন। কিন্তু আমার বিয়ে দেননি। আমাকে বলেছেন, তুমি ফিল্ম লাইনে গিয়ে অন্যরকম হয়ে গেছো। তোমার বিয়ে আমি দিতে পারব না।”
সাবিত্রীর বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তিনি খুবই কঠোর ছিলেন। তাই সাবিত্রীর বিয়ে দেওয়ার জন্য তিনি রীতিমতো চেষ্টা করেছিলেন। একদিন তিনি জানতে পারেন, উত্তম কুমার সাবিত্রীর বাড়িতে এসেছেন। কিন্তু তিনি লুকিয়ে এসেছিলেন। বাবা লাঠি নিয়ে বেরিয়ে এসেছিলেন। রাত ১০টার পর বাড়িতে কে এসেছে? সাবিত্রীর দিদি গিয়ে বাবার পায়ে ধরছে, সাবিত্রী গিয়ে বাবার পায়ে ধরছে।সাবিত্রী বলেন, “উত্তম কুমার লুকিয়ে লুকিয়ে যেতেন। তাই পরাণদা আর যায়নি।”