ভারতের সেরা গ্রাম কিরিটেশ্বরীতে সাজসাজ রব, কয়েক কোটি টাকা ব্যয়ে সেজে উঠছে গ্রামটি!

শীতের মরসুমে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময়। তাই পর্যটকদের কথা মাথায় রেখে সেজে উঠছে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে ‘বেস্ট ট্যুরিজ়ম ভিলেজ অফ ইন্ডিয়া’ খেতাব পাওয়া সেই গ্রামে খরচ হচ্ছে কোটি টাকারও বেশি।
কিরীটেশ্বরী গ্রামটি ভাগীরথীর পশ্চিম কূলে অবস্থিত। এখানে রয়েছে অসংখ্য মন্দির। দক্ষযজ্ঞে সতীর কিরীট (মুকুট) পতিত হয়েছিল বলে এই স্থানে দেবী কিরীটেশ্বরীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই গ্রামে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অসাধারণ দৃষ্টান্ত রয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাসিন্দারা এই হিন্দু শক্তিপীঠের রক্ষণাবেক্ষণে নিয়োজিত রয়েছেন।
রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং সাংসদ খলিলুর রহমানের উদ্যোগে কিরীটেশ্বরী গ্রামকে আরও উন্নত করে তোলার কাজ চলছে। এই গ্রামে পর্যটকদের জন্য রাত্রিবাসের বন্দোবস্ত করা হচ্ছে। তৈরি হচ্ছে অডিটোরিয়াম এবং মুক্ত মঞ্চ। এলইডি আলোয় আলোকিত হবে গোটা মন্দির চত্বর।