বিগ বস্-এর ঘরে অঙ্কিতাকে ফের ধমক দিলেন ভিকি! ফুপিয়ে কেঁদে উঠলেন অভিনেত্রী

অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের বিবাহিত জীবন নিয়ে সবসময়ই জল্পনা চলছে। বিগ বস্-এর ঘরে প্রবেশের পর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটেছে।সম্প্রতি, রান্নাঘরে ভিকি অঙ্কিতাকে রান্নার জন্য নির্দেশ দিতে থাকেন। অঙ্কিতা বিরক্ত হয়ে তাঁকে বলেন, “খানজ়াদি তোমার থেকে অনেক ভালো রান্না করে।”এই কথা শুনে ভিকি অঙ্কিতাকে বলেন, “তুমি এই তিন বছরে ক’বার আমাকে রান্না করে খাইয়েছ?”
অঙ্কিতা ভিকির কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন।অঙ্কিতা ও ভিকির এই অশান্তি দেখে অন্য প্রতিযোগীরাও হতবাক হয়ে যান।অঙ্কিতা ও ভিকির বিবাহিত জীবনে কি তাহলে আসলেই সমস্যা রয়েছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও ব্যবসায়ী ভিকি জৈনের বিবাহ ২০২১ সালে হয়। তাঁদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নানা জল্পনা রয়েছে।বিগ বস্-এর ঘরে প্রবেশের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। ভিকি অঙ্কিতাকে বিভিন্নভাবে অপমান করতে থাকেন।অঙ্কিতাও ভিকির কথায় বিরক্ত হয়ে তাঁকে পাল্টা কথা বলেন।এই অশান্তি দেখে অনেকেই মনে করছেন, অঙ্কিতা ও ভিকির বিবাহিত জীবনে আসলেই সমস্যা রয়েছে।