বিনোদন

বড়দিনের লড়াইয়ে কাবুলিওয়ালাকে মাত করলো প্রধান! দেব-সৌমিতৃষার ম্যাজিকে বক্স অফিসে ঝড় তুললো ছবি

 

গত ২২ ডিসেম্বর বড়দিনে মুক্তি পেয়েছিল বাংলার দুটি ছবি, প্রধান এবং কাবুলিওয়ালা। দুটি ছবিতেই অভিনয় করেছেন নব্বই দশকের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তবে, দেবের প্রধান ছবিটিই বাজিমাত করেছে বক্স অফিসে।

চতুর্থ সপ্তাহে এসে প্রধান ছবির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৪.৪৫ কোটি টাকা। অন্যদিকে কাবুলিওয়ালা ছবির মোট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২.৫২ কোটি টাকা।

প্রধান ছবিটি একটি ড্রামা-অ্যাকশন-থ্রিলার। ছবিটিতে দেবকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। অন্যদিকে কাবুলিওয়ালা ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে নির্মিত। ছবিটিতে মিঠুন চক্রবর্তী একজন কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছেন।

Related Articles