বিনোদন
তবে এই গোপন তথ্য লুকিয়ে ছিল মুখার্জি বাড়িতে! স্বয়ম্ভুকে কী জানালো জ্যাস?

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী।
কৌশিকীকে মারার রহস্যের জন্য জগদ্ধাত্রী সেই রহস্য ভেদ করার জন্য উঠেপড়ে লেগেছে। তাই তার ডিপার্টমেন্টে এবারে বাঁকাকে জেরা করার জন্য জগদ্ধাত্রী ডেকে পাঠালো।
কৌশিকী তার মেয়ে কাকনকে বুঝিয়ে দিচ্ছে তার সমস্ত ফাইলপত্র কোথায় আছে। তারপরেই কাকন খুবই কষ্ট পাচ্ছে তার মায়ের জন্য তাই কাঁদছিল। তখন কৌশিকী তাকে কাঁদতে মানা করল। কাকন কি পারবে কৌশিকির কথা মত ফাইল নিতে?
কৌশিকী কে কে গুলি করতে চাইছিল তা জানার জন্যই কৌশিকী এবং জগদ্ধাত্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে।কৌশিকী কে জানালো, তার সমস্ত রকমের তথ্যের কথা। কৌশিকের অফিসের কেবিনে সিসিটিভি লাগানো রয়েছে কিন্তু সেটা কোথায় তাই জানাচ্ছে জগদ্ধাত্রীকে।