বিনোদন
‘জগদ্ধাত্রী’: রাজনাথ কি সত্যিই নির্দোষ? কিছুই বুঝতে পারছে না জগদ্ধাত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু এক রহস্যময় কেসের তদন্ত করছে। এই তদন্তের সময় জগদ্ধাত্রীর উপর আবারো হামলা হয়! স্বয়ম্ভু কি তাকে রক্ষা করতে পারবে?
অন্যদিকে, মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর খুব একটা দূরত্ব বাকি নেই। ঠিক তখনই প্রীতি জানতে চায় উৎসব কেন এত টাকা খরচ করছে। মেহেন্দি প্রীতিকে বলে যে এত কথা বলা তাকে মানায় না।
এদিকে, স্বয়ম্ভু রাজনাথকে সরাসরি জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে চেয়েছিল। রাজনাথ রাগান্বিত হয়ে জানায় যে সে কখনোই টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য কাউকে পাঠায়নি।