বিনোদন

গো-ভক্ষণ প্রোমোট করেন কামিয়া জানি, কিভাবে তাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হল? তোপ বিজেপির

 

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউবার কামিয়া জানি সম্প্রতি ওড়িশায় ঘুরতে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে ভিডিও তৈরি করেন। এই ভিডিওতে তিনি জগন্নাথ মন্দিরের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে কথা বলেন। ভিডিওতে তিনি বিজেডি নেতা ভি কে পণ্ডিয়ানের সঙ্গেও কথা বলেন।

এই ভিডিওটি ওড়িশার বিজেপির নজরে পড়ার পর তারা কামিয়া জানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কামিয়া জানি গোমাংস ভক্ষণের প্রচার করেন। তাই তাকে কীভাবে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হল?

ওড়িশার বিজেপির দাবি, কামিয়া জানি গোমাংস ভক্ষণের প্রচার করার কারণে তিনি জগন্নাথ মন্দিরের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এই বিতর্কের মধ্যেই কামিয়া জানি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, তিনি কখনও গোমাংস খাননি। তার উদ্দেশ্য হল দেশের সংস্কৃতিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরা। তিনি সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ঘোরার ইচ্ছা পোষণ করেন।

Related Articles