বিনোদন

আবার এক নতুন রহস্য এসে হাজির হলো জগদ্ধাত্রীর সামনে!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে কৌশিকীকে গুলি করার রহস্যের তদন্তে জগদ্ধাত্রী আরেকটি রহস্যের সমাধান করেছেন।

কৌশিকীকে গুলি করার রহস্যের তদন্তে জগদ্ধাত্রী প্রথমে সন্দেহ করেন বই দেহি মুখার্জিকে। কারণ, বই দেহি মুখার্জি কৌশিকীর প্রতি ঈর্ষান্বিত ছিল। কিন্তু জগদ্ধাত্রীর তদন্তে দেখা যায়, বই দেহি মুখার্জি আসলে কৌশিকীকে গুলি করেনি।

বরং, কৌশিকীকে গুলি করার জন্য দেবুদা নামের এক ব্যক্তি দায়ী। দেবুদা কৌশিকীকে গুলি করার জন্য তার ফাইল চুরি করতে গিয়ে জগদ্ধাত্রীর সঙ্গে ধাক্কা খায়। আর সেই সুযোগে জগদ্ধাত্রী তার ফাইল পাল্টে অন্য ফাইল রেখে দেয়।

দেবুদা কৌশিকীকে গুলি করার কারণ ছিল তার বছরের টাকা বাড়ানো। দেবুদা কৌশিকীকে গুলি করে তাকে হাসপাতালে ভর্তি করলে কৌশিকী আর কাজ করতে পারবে না। ফলে তার বছরের টাকা বাড়বে।

Related Articles