কড়া নিরাপত্তায় ভোট শুরু ১২ টা রাজ্যের ৯৪ টা কেন্দ্রে

The Truth Of Bengal : আজ তৃতীয় দফায় সারাদেশে ৯৪ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে ১১ টি রাজ্য ও ১ টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল। মঙ্গলবার দেশের প্রায় ১১ কোটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আজ সারাদেশে ভোটগ্রহণ হচ্ছে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের ২৫ টি লোকসভা কেন্দ্রে। এছাড়া কর্নাটকের ১৪ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। মহারাষ্ট্রের ১১ টি, উত্তরপ্রদেশের দশটি, মধ্যপ্রদেশের নয়টি, ছত্রিশগড়ের সাতটি, বিহারের পাঁচটি, অসমের চারটি, পশ্চিমবঙ্গে ৪টি, গোয়ার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউয়ের দুটি কেন্দ্রে ।
যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে, সেগুলি হল গুজরাট (২৫), কর্ণাটক (১৪), মহারাষ্ট্র (১১), উত্তর প্রদেশ (১০), মধ্যপ্রদেশ (৯), ছত্রিশগড় (৭), বিহার (৫), অসম (৪), পশ্চিমবঙ্গ (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি, দমন এবং ডিউ (২)।
আজ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অমিত শাহ। তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ নির্বাচন। দ্বিতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে অমিত সাহের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের সোনাল প্যাটেল। ১৯৮৯ সাল থেকেই এই কেন্দ্রটিতে অপরাজিত রয়েছে বিজেপির প্রার্থীরা। গত ২০১৯ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেসের সি যে চাভডা’কে ৫.৫ লাখের বেশি ভোটে পরাজিত করেছিলেন অমিত শাহ। ওই কেন্দ্র থেকেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ আরও যেসব হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান বিদিশা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। ধারওয়ার লোকসভা কেন্দ্র থেকে আজ ভাগ্য পরীক্ষা বিজেপি প্রার্থী কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশির। বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্ডব্য পোড়বন্দর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। বিজেপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি পল্লবী ডেম্পো সাউথ গোয়া থেকে ভোটের ময়দানে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব মইনপুরী কেন্দ্র থেকে আজ ভাগ্য পরীক্ষায় নেমেছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং লড়াই করছেন রাজগড় লোকসভা কেন্দ্র থেকে। ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট বদরুদ্দীন আজমল অসমের ধুবরী লোকসভা কেন্দ্রের প্রার্থী। আজ আরও যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি’র (শারদ পাওয়ার গোষ্ঠী) প্রার্থী সুপ্রিয়া সুলে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি’র অজিত পাওয়ার গোষ্ঠী সুনেত্রা পাওয়ার উল্লেখযোগ্য। সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী। কেন্দ্রীয় নিরাপত্তাই ভোট গ্রহণ গোটা দেশে। পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে এদিন নির্বাচিত। কেন্দ্র গুলি হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। আগামী মাসের ৪ জুন ভোট গণনা