lok sabha election 2024: বঙ্গে বিজেপির প্রার্থী বিড়াম্বনা, শুভেন্দু-সুকান্তকে দিল্লিতে তলব
lok sabha election 2024: Shuvendu-Sukant summoned to Delhi

The Truth of Bengal: প্রথম দফায় বঙ্গ বিজেপির ২০জন প্রার্থীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব।তারপর ২দফায় প্রার্থী ঘোষণা হলেও বাংলার ২২জন প্রার্থী কে হবেন তা জানাতেই পারছেন না বিজেপি নেতৃত্ব।অভিযোগ,চলছে টালবাহানা,বাড়ছে অন্তর্কলহের চোরাস্রোত। রাজ্য বিজেপিতে জল্পনা মেদিনীপুর আসনে দিলীপ ঘোষকে সরিয়ে ভারতী ঘোষকে প্রার্থী চায় সুকান্ত –শুভেন্দু জুটি।দুই গোষ্ঠীর জোড়া ফলায় দিলীপ ঘোষ কী কুপোকাত হবেন ? নাকি দিলীপ ঘোষ, সংঘের প্রভাব খাটিয়ে মেদিনীপুরের গড় ধরে রাখতে পারবে ? তৃণমূল কংগ্রেস ব্রিগেড থেকে ৪২জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে।মমতার সর্বস্তরের প্রতিনিধি রেখে
প্রার্থী মনোনয়ন বিজেপির নার্ভের চাপ বাড়িয়েছে বলে পর্যবেক্ষকদের অভিমত।তাই কী বিজেপি প্রার্থী ঘোষণার আগে বারবার পিছিয়ে আসছে ? তামিলনাড়ুর প্রার্থী ঘোষণা হলেও বাংলাকে ব্রাত্য রাখা হচ্ছে ? এই প্রশ্নটাই বড় করে উঠছে।এই ডামাডোলের মাঝে বাংলার বাকি ২২আসনে কারা প্রার্থী হবেন তাঁদের নাম বাছাই করতে দিল্লিতে তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীও সুকান্ত মজুমদারকে।দুই নেতার সঙ্গে আলোচনা করার পর এই রাজ্যের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।