মসনদের লড়াই

আজ নন্দীগ্রাম ও শালবনিতে সভা অভিষেকের

Meetings will be held in Nandigram and Shalboni today

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচন। দিন কয়েক আগেই শেষ হয়েছে পঞ্চম দফা ভোটদান প্রক্রিয়া। এবার পালা শেষ দফা অর্থাৎ ষষ্ঠ দফার নির্বাচনের। চলতি মাসের ২৫ মে রয়েছে ষষ্ঠ দফা নির্বাচন পর্ব। তবে এই শেষ দফার নির্বাচনের আগেও একেবারে জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রিরা। কেউ এক চুলও জমি ছাড়তে নারাজ।

এবার লোকসভা ভোটের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল প্রাথী দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোট চাইবেন তিনি। তমলুক কেন্দ্র থেকে অভিষেক যাবেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রচার করতে। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রণত টুডু। ২০১৯ সালে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এ বার আসন পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল।

Related Articles