Lok Shobha Election 2024 :দলীয় কর্মসূচিতে হুঙ্কার শতাব্দীর
Lok Shobha Election 2024: Hunker in party program of the century

The Truth Of Bengal , বীরভূম,পার্থ দাস : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে । আর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা দলের প্রার্থী শেষ কদমের প্রচারে বা কর্মসূচিতে নেমে গেছে । আর এই রকমই কর্মসূচিতে নেমে যথারিতি হুঙ্কার দিলেন শতাব্দী রায় ।
উল্লেখ্য , এদিন সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর পঞ্চায়েতের কর্মসূচি ছিল শতাব্দী রায়ের সেখানে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া সমস্ত প্রকল্পই তৃণমূল বিজেপি সব মানুষ সুবিধা ভোগ করছেন । অপরদিকে সুখে-দুখে তৃণমূল সমর্থকের কর্মীরাই আপনাদের পাশে থাকে তো সেই ভাবে আপনারা কাকে চাইছেন যদি লক্ষীর ভান্ডার চালু রাখতে চাইলে তৃণমূলকে ভোট দেবেন । আর যদি মনে হয় যারা বাইরে থেকে এসে বোর্ড প্রচার করতে আসছেন বিজেপির তাদের প্রতিশ্রুতি যদি আপনাদের মনে লাগে তাহলে বিজেপিকেই দেবেন তবে তবে তিনি মঞ্চ থেকে স্পষ্টতা জানিয়ে দিলেন লক্ষীর ভান্ডার চালু রাখতে গেলে মুখ্যমন্ত্রীকে ভোট দিতে হবে।
অর্থাৎ শতাব্দী রায় কে জেতাতে হবে আর যদি মনে হয় আপনাদের লক্ষীর ঘন্টা চাই না তাহলে বিজেপিকে ভোট দেবেন। এমনই বার্তা দিলেন বিদায় সংসদ শতাব্দী রায় এছাড়াও বলেন তিনি আপনারা বারবার বলেন ১০০ দিনের কাজ এবং বাড়ি পাইনি। আপনারা বলুন তো এই দুটি কাজ কাদের দেওয়া দরকার কেন্দ্র সরকারের কিন্তু তারা বিগত কয়েক বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছে এই বাংলাকে জব্দ করার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ডিসেম্বর থেকেই প্রথম কিস্তি দেয়া শুরু করবেন তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন না তাদেরকে কেন তারা বন্ধ করে রেখেছে? আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছে নির্বাচনের আগেই দু দুবার লক্ষীর ভান্ডার হাজার টাকা থেকে বারোশো টাকা করে পেয়েছেন। এবার আপনারাই বিবেচনা করে ঠিক করবেন যে লক্ষীর ভান্ডার রাখতে চান না বিজেপি প্রতিশ্রুতি রাখতে চান কুতুরা গ্রামের সভামঞ্চ থেকে চার তারিখ বুঝে নেব এই গ্রাম থেকে যে কতজন লক্ষ্মী ভান্ডার সহ মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা রক্ষা করতে চান যদি দেখা যায় ভোটের মতন লক্ষ্মী ভান্ডার এবং মুখ্যমন্ত্রী সুবিধা প্রদানের ভোট না পেলে তাহলে জানব আপনারা চাইছেন না মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার।